ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

Barber Pro কোর্সে ৩৬ হাজার টাকা ছাড়

দেশের অন্যতম পেশাদার বার্বার প্রশিক্ষণ প্রতিষ্ঠান Barber School এবার নিয়ে এসেছে একটি ব্যতিক্রমী অফার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধুমাত্র প্রথম ৩৬ জন স্টুডেন্ট Barber Pro কোর্সে ভর্তি হলে পাচ্ছেন ৩৬,০০০ টাকা ছাড়।

সাধারণত এই কোর্সের ফি ৭১,৫০০ টাকা হলেও, অফারে সেটি মাত্র ৩৫,৫০০ টাকা। Barber Pro কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একজন শিক্ষার্থী আধুনিক ও আন্তর্জাতিক মানের হেয়ার ও বিউটি সার্ভিসে দক্ষতা অর্জন করতে পারেন।এ ই কোর্সে শিক্ষার্থীরা শিখবেনঃ এডভান্স হেয়ার কাট, শেভিং ও বিয়ার্ড ট্রিমিং, হাইলাইট ও গ্লোবাল হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, হায়েড্রা ফেসিয়াল, হেয়ার কেরাটিন এবং প্রোডাক্ট নলেজ।

Barber School থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জন্য প্রতিটি ক্লাসে ফ্রি মডেল সরবরাহ করা হবে যাতে তারা হাতে-কলমে কাজ করতে পারেন। এছাড়া, ট্রিমার, কাঁচি, ক্ষুর, চিরুনি, ডামি হেড, সেট ক্লিপ সহ প্রয়োজনীয় সব ইন্সট্রুমেন্ট বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়াও কোর্স শেষে শিক্ষার্থীরা পাবেন ভেরিফায়েড সার্টিফিকেট, বিদেশে কাজের জন্য ALUMNI সাপোর্ট, এবং নিজের সুবিধামতো সময়ে ক্লাস করার সুযোগ। Barber School এর প্রশিক্ষকগণ আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এবং পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের ব্যক্তিগত মনোযোগ দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ