ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

করোনার জন্য পিছিয়ে যাচ্ছে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রোববার। মাধ্যমিকের ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের জুন মাসের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা গ্রহণ করেছিল আন্তঃশিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কারণে এখন পিছিয়ে যাচ্ছে এই কার্যক্রম। সামাজিক দূরুত্ব নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ নানা বিষয়ে সমস্যা তৈরি হতে পারে বিধায় এই সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি প্রফেসর মু. জিয়াউল হক বলেন, জুন মাসে কলেজে ভর্তি কার্যক্রম শুরু করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ভর্তি প্রক্রিয়াটা আরেকটু পরে শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মাসে আদৌ শুরু হবে কি না তা নিশ্চিত নয়। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। কলেজে ভর্তির সঙ্গে ১৭ থেকে ১৮ লাখ শিক্ষার্থী জড়িত। ভর্তির সময় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিছু কাজ করতে হয়, ফলে এই সময় তারা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর শিক্ষা প্রতিষ্ঠানতো এখনও বন্ধ, কাজেই অপেক্ষা করছি।
মে মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হলে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ড থেকে বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয়ভাবে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন