ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

মামুন এগ্রোর এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। এজিএমের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড তাদের ২৩তম বার্ষিক সাধারণ সভা স্থগিত করার ঘোষণা দিয়েছে। অনিবার্য কারণে সভার পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানিটি জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪টায় হাইব্রিড সিস্টেমে এজিএম অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটির এজিএম আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া ঘোষণা দিয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ