ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

লেনদেনে সেরা বাংলাদেশ শিপিং কর্পোারেশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির আজ ১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৯৭৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কে অ্যান্ড কিউ ১০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুড ৯ কোটি ৮০ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৯ কোটি ৪১ লাখ, স্কয়ার ফার্মা ৮ কোটি ৯৫ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৬৭ লাখ,সামিট অ্যালায়েন্স পোর্ট ৮ কোটি ২ লাখ, ডমিনেজ স্টিল ৭ কোটি ৮৪ লাখ ও মুন্নু ফেব্রিকস ৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেননে করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ