ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯:৪০ অপরাহ্ন

অভয়নগরে বাইসাইকেল–ট্রাক সংঘর্ষে সবজি বিক্রেতা নিহত

যশোর–খুলনা মহাসড়কের মহাকাল আলিপুর (মাইলপোষ্ট) এলাকায় মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে একটি বাইসাইকেল ও অজ্ঞাত ট্রাকের সংঘর্ষে সবজি বিক্রেতা মো. কালাম খান (৫৫) নিহত হয়েছেন। তিনি ১নং প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামের মৃত আনসার খানের ছেলে।

স্থানীয়রা জানান, কালাম খান বাইসাইকেল যোগে নওয়াপাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ব্রিজের পাশে পৌঁছালে অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়, এতে মহাসড়কের উপর পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, মাইলপোষ্ট এলাকা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে, যার কারণে ইতোমধ্যে একাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। সম্প্রতি দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খুলনা মেডিকেল কলেজের একজন ডাক্তারসহ দুই যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, ঘটনা তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাইসাইকেলটি থানার হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটে, তাই টহল বাড়ানো হয়েছে। এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ