ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

লিবরা ইনফিউশনের কারখানা পরিদর্শন করেছে ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশনের হেড অফিস ও কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধ দল।

গতকাল ৩১ আগস্ট কোম্পানির কারখানা পরিদর্শন করে ডিএসই।

ডিএসই জানায়, লিবরা ইনফিউশনের কারখানা পরিদর্শন করে ডিএসই তাদের কারযক্রম চালু দেখতে পায়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কারখানা পরিদর্শন করেছে ডিএসই।

উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির লিবরা ইনফিউশন ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২১ সালের পর থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। সোমবার এ প্রতিবেদন লেখা পরযন্ত কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮২২ টাকা  ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন