ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

মেসির জোড়া জাদুতে জয় ইন্টার মায়ামির

ইন্টার মিয়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি গোল করার পর লুইস সুয়ারেজের সঙ্গে উদযাপন করছেন
আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন তারকা টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন।

বাংলাদেশ সময় রোববার ভোরে ফ্লোরিডার ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের বিপক্ষে তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন মেসি। প্রতিপক্ষের ফাউলের পর পাওয়া ফ্রি কিক থেকে নিচু শটে বল পাঠান মানবপ্রাচীরের ফাঁক দিয়ে, গোলকিপার ছিলেন পুরোপুরি অসহায়। এই গোলের মাধ্যমে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন মেসি। তার গোলসংখ্যা এখন ৬৯টি। সামনে রয়েছেন মার্সেলিনো কারিওকা (৭৮), রবার্তো ডিনামাইট (৭৫) ও জুনিনহো (৭২)।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও একবার গোল করেন মেসি। ৬২তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের বড় ভুলে বল পেয়ে নিখুঁতভাবে বল জালে পাঠান তিনি। সতীর্থের ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে গোলকিপার জো উইলিস বলটি তুলে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এমন সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্টাইন সুপারস্টার।

ন্যাশভিল অবশ্য একটি গোল শোধ করে ৪৯তম মিনিটে। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

টানা ছয় ম্যাচ অপরাজিত থেকে ইন্টার মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে রয়েছে। টুর্নামেন্টে এর আগে মেসি জোড়া গোল করেছিলেন নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন, মন্ট্রিয়ল (দুইবার) এবং কলম্বাসের বিপক্ষে।

এই ফর্ম অব্যাহত থাকলে এমএলএসে নতুন ইতিহাস গড়তে পারেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ