ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৪:১০ অপরাহ্ন

পাওয়ার গ্রীডসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫০টি বা ৩৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসির।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২১.৪৬ শতাংশ কমে ৩১  টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩৯ টাকা ৬০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৩.৮৩ শতাংশ দর কমে সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৮০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের ১১.৫৪ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওআইমেক্স ১০.৪৯ শতাংশ, এশিয়াটিক ল্যাব ৯.৫৫ শতাংশ, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড ৯.৪৭ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ ৯.৪২ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইল ৮.৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৬.২৫ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৬.২২ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন