ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

একদিনেই পাওয়ার গ্রীডের ১৫.৯১% দরপতন

পুঁজিবাজারে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি পাওয়ার গ্রীড বাংলাদেশ ৩০,জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এতে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারে সর্বোচ্চ দরপতন হয়েছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ১৫.৯১ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে আজ পাওয়ার গ্রীডের ৬ টাকা ৩০ পয়সা বা ১৫.৯ শতাংশ দর কমে সর্বশেষ ৩৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন শেয়ারটির সর্বশেষ দর ছিল ৩৯ টাকা ৬০ পয়সা। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৪৮ বারে ৬ লাখ ৪২ হাজার ৫৬১টি শেয়ার লেনদেন করে।

পাওয়ার গ্রীড আজ লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করায় শেয়ারটির দর বৃদ্ধির বা কমার কোন সীমা ছিল না। এর ফলে শেয়ারটির সর্বোচ্চ দরপতদন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, জ্বালনি-বিদ্যুৎ খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানি দীর্ঘদিন বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি ৫ টাকা ১ পয়সা লোকসান করেছে, কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর ফলে শেয়ারটির বিনিয়োগকারীরা হতাশ হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন