পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদন করার পর প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৫৬ পয়সা লোকসান হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪২ পয়সা লোকসানের তুলনায় বেশি।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৩ টাকা ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৩৯ পয়সা লোকসান।
সেপ্টেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) লোকসান দাঁড়িয়েছে ৫৪ টাকা ৭৮ পয়সা।
