পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংকের পরিচালক রোকসানা জামান শেয়ার হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিচালক ৪৬ লাখ শেয়ার হস্তান্তর করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোকসানা জামান তার স্বামী এটি.এম হায়াতুজ্জামানকে (কোম্পানির উদ্যোক্তা) লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে উপহার হিসাবে ৪৬ লাখ শেয়ার দেবে।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর করতে পারবে রোকসানা জামান।
ঢাকা ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪০.৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২.০৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬.৯৮ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/


















