পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি অস্ট্রেলিয়ার বাজারে সফলভাবে তাদের রিভারক্সাবান ক্যাপসুল (১৫এমজি এবং ২০এমজি) পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রেনটার পণ্যটি টিজিএ অনুমোদিত সুবিধায় তৈরী করা হয়েছে; যা বিশ্বব্যাপী নিয়ন্ত্রকমান পূরণের প্রতি রেনাটার প্রতিশ্রুতিকে তুলে ধরে।
এই অর্জন কেবল অস্ট্রেলিয়ায় রোগীর চিকিৎসার বিকল্পগুলিকেই প্রসারিত করে না বরং আন্তর্জাতিকভাবে রেনাটার পদচিহ্ন সম্প্রসারণের ক্ষেত্রে তার অবিচল অগ্রগতিকেও প্রসারিত করে।



















