ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

বন্ড ইস্যুতে পরিবর্তন করেছে সিটি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি বন্ড ইস্যুতে পরিবর্তন এনেছে। কোম্পানিটি ৮০০ কোটি টাকার পরিবর্তে ১২শ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করতে চায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে বন্ড ইস্যুতে কয়েকটি বিষয়ে পরিবর্তন করেছে। গত ১১ সেপ্টেম্বর ব্যাংকটি ১২’শ কোটি টাকার বন্ড ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকটির ব্যাসেল-৩ এর অধীনে ব্যাবসায় মূলধন বাড়াতে বন্ড ইস্যুতে পরিবর্তন করেছে। সিটি ব্যাংকের বন্ড ইস্যুর সংশোধন প্রক্রিয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কারযকর হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন