ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৩১৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । আজ কোম্পানিটির দর ১১ টাকা ৫০ পয়সা বা ৯.৩৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১১ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড । আজ কোম্পানিটির দর ৫.৮৮ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক ৮.৬১ শতাংশ, ই-জেনারেশন ৮.০৭ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ৭.৫৭ শতাংশ, দুলামিয়া কটনের ৬.৭১ শতাংশ, আমরা টেকের ৬.৬২ শতাংশ, বিডিকম অনলাইনের ৬.৬০ শতাংশ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫৫ শতাংশ দর কমেছে।


















