ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৫:০১ পূর্বাহ্ন

ট্রাস্ট ইসলামী লাইফ সহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২২৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৮ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । আজ কোম্পানিটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৬.৯৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ২০পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস । আজ কোম্পানিটির দর ৬.৭১ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৬.৪৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৬.৪৫ শতাংশ, ইনটেকের ৬.০৭ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.৮৮ শতাংশ ও পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন