ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন

এইচ. আর টেক্সটাইল সহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৬৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এইচ.আর টেক্সটাইল লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর  ১০ পয়সা বা ৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৪০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিআইএফসি ৬.৯৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ৫.৮৮ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৫.৮৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.২৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.২৬ শতাংশ, সমতা লেদারের ৪.৯৫ শতাংশ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ৪.৯২ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন