পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৫) কোম্পানিটি নিট প্রিমিয়াম আয় করেছে ১৩ কোটি ৪০ লাখ ১০ হাজার ৭৯৫ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ১৩ কোটি ৪১ লাখ ২৭ হাজার ৬৪০ টাকা।
বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২৫) কোম্পানিটি প্রিমিয়াম আয় করেছে ২২ কোটি ৬৬ লাখ ১৮ হাজার ১৬৪ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির প্রিমিয়াম আয় করেছিল ২২ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৯৪৫ টাকা।
৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৪৮০ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির ফান্ডের পরিমাণ ছিল ২৯ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ৫১৪ টাকা।



















