ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

স্পেনে দাবদাহে দুই মাসে মৃত্যু ১১৮০ জনের

প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে স্পেনের গ্যালিসিয়া, লা রিওহা, আস্তুরিয়াস ও ক্যান্তাব্রিয়া অঞ্চলে—যেগুলো দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত। সাধারণত এই অঞ্চলগুলোতে গ্রীষ্মে অপেক্ষাকৃত শীতল আবহাওয়া বিরাজ করে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেখানে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

স্পেনের রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউটের বরাত দিয়ে পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ মে থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যু ঘটেছে। অথচ গত বছর এই একই সময়ে তাপজনিত কারণে মৃত্যু হয়েছিল মাত্র ১১৪ জনের।

পরিবেশ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তথ্যগুলো এক ধরনের ব্যতিক্রমী তীব্রতার চিত্র তুলে ধরছে। এতে বোঝা যাচ্ছে, গড় তাপমাত্রা বিপজ্জনক হারে বেড়েছে এবং এর ফলে মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’’

এই সময়টিতে স্পেনে ৭৬টি রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। অথচ এক বছর আগে এই সময়ে একটি রেড অ্যালার্টও জারি করতে হয়নি।

কার্লোস থ্রি ইনস্টিটিউট আরও জানিয়েছে, গত গ্রীষ্মে (২০২৪ সালে) স্পেনে তাপজনিত কারণে মোট ২১৯১ জনের মৃত্যু হয়েছিল।

অন্যদিকে, চলতি মাসের শুরুতে এক গবেষণায় জানানো হয়, ২ জুলাই পর্যন্ত ১০ দিনে ইউরোপের ১২টি শহরে প্রায় ২৩০০ জন মানুষ দাবদাহজনিত কারণে মারা গেছেন।

এই পরিস্থিতি জলবায়ু সংকট ও বৈশ্বিক উষ্ণায়নের বাস্তব ও ভয়াবহ প্রভাবের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন পরিবেশ বিশ্লেষকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ