ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:২১ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল লিজিংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২০৫টি বা  ৫১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর  ৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা  ৩০ পয়সা  বা ৫.৯০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৭০ লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। আজ শেয়ারটির দর  ২৫ টাকা ৬০ পয়সা বা ১ .৬০ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪.৬৮ শতাংশ, মিথুন নিটিং ৩.৮২ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৩.৪৪ শতাংশ, বিআইএফসির ৩.২৭ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৩.০৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২.৮৫ শতাংশ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.৫৬ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন