ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

দেড় ঘণ্টায় ৪ কোম্পানির বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টায় বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। বিক্রেতাশূন্য হওয়ায় কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিল, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, অ্যারামিট সিমেন্ট ও এবি ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ৩৭ মিনিট পরযন্ত ডিএসইতে বসুন্ধরা পেপারের স্ক্রিনে ৯ লাখ ৯২ হাজার ৫২১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৩১ টাকা ৩০ পয়সা।

একই সময়ে এস.আলম কোল্ড রোল্ড স্টিলের স্ক্রিনে ৯ লাখ ৫১ হাজার ২৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ১৮ টাকা ৫০ পয়সা।

একই সময় অ্যারামিট সিমেন্ট ও এবি ব্যাংকের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন