ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ২:৪০ পূর্বাহ্ন

জেড ক্যাটাগরির তিন শেয়ারে ঝোঁক বেশি বিনিয়োগকারীদের

বেশ কিছুদিন ধরেই পুঁজিবাজারে দুর্বল কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে। এই ধারাবাহিকতায় গত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে তিনটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- শার্প ইন্ডাস্ট্রিজ, রেনউইক যজ্ঞেশ্বর ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের ব্যবধানে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ১৬.৯৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে  ২২ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

বস্ত্র খাতের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে লোকসানে থাকলেও চলতি বছরে মুনাফায় ফিরেছে।  কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১৯ পয়সা।

রেনউইক যজ্ঞেশ্বর

সপ্তাহের ব্যবধানে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর বেড়েছে ১৬.৪৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৯৮ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ৬৯৭ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

খাদ্য খাতের কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর বর্তমানে পুঞ্জীভূত লোকসান ২২ কোটি ৫৭ লাখ টাকা। কোম্পানিটি গত ৫ বছর শেয়ারহোল্ডারদে্র কোন লভ্যাংশ দেয়না।

 ফার কেমিক্যাল

সপ্তাহের ব্যবধানে ফার কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৯.৭৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ২১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিকে জেড ক্যাটাগরির ফার কেমিক্যাল ২০২২ ও ২৩ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দিলেও এ বছর কোম্পানিটি ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এছর কোম্পানিটি লোকসান কাটিয়ে ২০ পয়সা মুনাফা করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন