ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ২:৫২ অপরাহ্ন

প্রথমবার বিমানে ভ্রমণ? সঙ্গে যেসব জিনিস নেওয়া থেকে বিরত থাকবেন

বিমানে ভ্রমণের সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষত যারা প্রথমবার বিমানে ভ্রমণ করছেন, তাদের জন্য এই নিয়মগুলো জানা আবশ্যক। কারণ কিছু জিনিস বিমানে বহন করা নিষিদ্ধ বা সীমাবদ্ধ। এগুলো না মানলে বিমানবন্দরে আপনাকে বিপদে পড়তে হতে পারে। তাই ভ্রমণের আগে জেনে নিন সঙ্গে কী কী জিনিস নেওয়া যাবে না।

যেসব জিনিস বিমানে বহন করা যাবে না:

১. খাবার সামগ্রী

কাঁচা বা রান্না করা খাবার যেমন মাছ, মাংস, চাল, ডাল, আটা-ময়দা ইত্যাদি বিমানে নেওয়া নিষেধ। পাশাপাশি তেল, আচার, গুঁড়ো মশলা, প্যাকেটজাত খাবার বা অন্য কোনো ভারী খাদ্যপণ্য হ্যান্ড লাগেজে বহন করা যাবে না।

২. নারকেল

নারকেল দাহ্য পদার্থ হিসেবে বিবেচিত। এতে প্রচুর পরিমাণে তেল থাকে যা আগুন লাগার ঝুঁকি বাড়ায়। তাই এটি সঙ্গে না রাখাই ভালো।

৩. তরল পদার্থ

১০০ মিলিলিটারের বেশি তরল পদার্থ যেমন পানি, সুগন্ধি, টুথপেস্ট, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার বা স্যানিটাইজার বিমানে নেওয়া যাবে না। এই ধরনের জিনিস কেবল নির্ধারিত সীমার মধ্যে বহন করা যাবে।

৪. ধারালো বস্তু

ছুরি, কাঁচি, রেজার, নেলকাটার, বা যে কোনো ধারালো বস্তু বিমানে নেওয়া নিষিদ্ধ। এমনকি ট্রেকিং পোল বা টেন্ট স্টেকসের মতো জিনিসও নিতে পারবেন না।

৫. বৈদ্যুতিন যন্ত্র

ল্যাপটপ, ট্যাবলেট, বা ক্যামেরার মতো ইলেকট্রনিক ডিভাইস চেক-ইন ল্যাগেজে না রাখাই ভালো। ক্যামেরা নিলে ব্যাটারি আলাদাভাবে রাখতে হবে। অনেক সময় ড্রোন ক্যামেরা বিমানে নেওয়ার অনুমতি দেওয়া হয় না।

পরামর্শ:

ভ্রমণের আগে এয়ারলাইন্সের নির্ধারিত নিয়ম ভালো করে যাচাই করুন এবং প্রয়োজনীয় জিনিসগুলো হ্যান্ড লাগেজ বা চেক-ইন ল্যাগেজে সঠিকভাবে সাজান। নিয়ম মানলে আপনার ভ্রমণ হবে নিরাপদ ও ঝামেলামুক্ত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ