পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিনহা সিকিউরটিজের কনসুলেটেড কাস্টমার্স অ্যাকাউন্ট (সিসিএ) ঘাটতি পূরণ করতে একমি ল্যাবরেটরিজের ২২ লাখ শেয়ার বিক্রির নির্দেশ দিয়েছে। সিনহা সিকিউরিটিজের চেয়ারম্যান পারভীন আখতার খানমকে এ নির্দেশনা দিয়েছে বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নির্দেশ অনুযায়ী- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তা এবং সিনহা সিকিউরিটিজের চেয়ারম্যান পারভীন আখতার খানম ২২ লাখ শেয়ার বিক্রি করবে।
উল্লেখ্য, একমি ল্যাবরেটরিজের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৯.৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩১.১৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯.৩৯ শতাংশ শেয়ার আছে।
