পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচ.আর টেক্সটাইলের ৩০ সেপ্টেম্বর,২০২৪ সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় বেড়েছে। আগামী ৩ জানুয়ারি পরযন্ত এ সময় বাড়ানো হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় বাড়ানোর জন্য আবেদন করে। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি আগামী ৩ জানুয়ারি পরযন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় বৃদ্ধি করেছে।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলো ইতোমধ্যে তাদের অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বস্ত্র খাতের কোম্পানি এইচ.আর টেক্সটাইল এখনও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
