পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচূয়াল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বন্ডটি ’এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানন্তর করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটির ইউনিট সোমবার (২৫ নভেম্বর) থেকে এ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। বন্ডটি ১৯ নভেম্বর,২০২৩ থেকে ১৮ মে ২০২৪ এবং ১৯ মে ২০২৪ থেকে ১৮ নভেম্বর,২৪ সামাপ্ত সময়ে ১০শতাংশ হারে মুনাফা দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
বন্ডটির ইস্যুয়ার মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
