ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ন

 ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেল ইউনিয়ন ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএস) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে কোম্পানিটি ঘোষিত লভ্যাংশ বিতরণ না করায় কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল সোমবার (১১ নভেম্বর) থেকে কোম্পানিটির লেনদেন ‘জেড’ক্যাটাগরির অধীন হবে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন