ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১:১৭ পূর্বাহ্ন

খান ব্রাদার্সের সাথে বিএসবির চুক্তি বাতিল

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের সাথে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশনের সমঝোতা চুক্তি বাতিল হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠান দুইটির মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএসবি ক্যামব্রিয়ান সেচ্ছায় খান ব্রাদার্সের ম্যানেজমেন্ট পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেছিল।বিএসবি বর্তমান খান ব্রাদার্সের পর্ষদ থেকে শেয়ার অধিগ্রহণের মাধ্যমে কোম্পানিটির দায়িত্ব গ্রহণ করার কথা ছিল।

কোম্পানিটি আরও জানায়, গত ৪ নভেম্বর বিকন গ্রুপের সাথে নতুন সমঝোতা চুক্তি সই করেছে।

উল্লেখ্য, পুঁজিবাজারে ‘বি’ ক্যাটাগরির তালিকাভুক্ত খান ব্রাদার্স রবিবার ডিএসইতে ১৫৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হচ্ছে। ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন