ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১:২০ অপরাহ্ন

বাংলাদেশকে ২৫ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২৫ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে আপৎকালীন ঝুঁকি মোকাবিলায় সহায়তার জন্য বিশ্বব্যাংক এককালীন ২৫ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ স্থানীয় সময় বুধবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শ্রমিকদের কর্মপরিবেশ উন্নীত করতে না পারায় বাংলাদেশ আপাতত মার্কিন সরকারের জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধা পাচ্ছে না। দুই শতাধিক সবুজ কারখানা থাকলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্র আরও সময় নেবে।

অপরদিকে, চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারি বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছিল। এই পরিস্থিতির ফলে ফসলের ব্যাপক ক্ষতি এবং নিত্যপণ্যের দাম বেড়ে যায়। যোগাযোগব্যবস্থাও বিশেষভাবে আক্রান্ত হয়েছে।

বিশ্বব্যাংক এ প্রেক্ষাপটে গ্রামীণ জীবনমান স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়াবে। সরকারের প্রতিনিধিরা মনে করেন, আন্তর্জাতিক ঋণ ও সহায়তা সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সোপান রচনা করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন