বাংলাদেশকে আপৎকালীন ঝুঁকি মোকাবিলায় সহায়তার জন্য বিশ্বব্যাংক এককালীন ২৫ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ স্থানীয় সময় বুধবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শ্রমিকদের কর্মপরিবেশ উন্নীত করতে না পারায় বাংলাদেশ আপাতত মার্কিন সরকারের জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধা পাচ্ছে না। দুই শতাধিক সবুজ কারখানা থাকলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্র আরও সময় নেবে।

অপরদিকে, চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারি বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছিল। এই পরিস্থিতির ফলে ফসলের ব্যাপক ক্ষতি এবং নিত্যপণ্যের দাম বেড়ে যায়। যোগাযোগব্যবস্থাও বিশেষভাবে আক্রান্ত হয়েছে।
বিশ্বব্যাংক এ প্রেক্ষাপটে গ্রামীণ জীবনমান স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়াবে। সরকারের প্রতিনিধিরা মনে করেন, আন্তর্জাতিক ঋণ ও সহায়তা সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সোপান রচনা করবে।
