পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির মুনাফা বেড়েছে।
বুধবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশ করা হয়।
এমটিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৪) ব্যাংকটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৮৪ পয়সা।
প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি-সেপ্টেম্বর,২৪) শেয়ার প্রতি কনসুলেটেড আয় দাঁড়িয়েছে ২ টাকা ০৭ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৯৪ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ১৩ পয়সা।


















