ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:০৭ অপরাহ্ন

৫৯৬ ইউপিতে নৌকার প্রার্থীর নাম ঘোষণা

আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিন দফায় ৫৯৬ জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবারের (১২ অক্টোবর) মধ্যে দ্বিতীয় ধাপের বাকী ২৫২টি ইউপির প্রার্থী নাম ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এই সময়ের মধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বাধ্যবাধকতা রয়েছে।

এ লক্ষ্যে গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা চলমান রয়েছে। মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় ৫৯৬ টি ইউপির দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পৃথক তিনটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ রোববার (১০ অক্টোবর) আরও ১৩৯ টি ইউপির চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে রাজশাহী বিভাগের একটি ইউপি, ঢাকা বিভাগের ৮টি জেলা এবং সিলেট বিভাগের ৪টি জেলার ইউনিয়নগুলো রয়েছে।

দুই প্রার্থী পরিবর্তন

প্রকাশিত তালিকায় অসাবধানবশত দুইটি ইউপির চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীর পরিবর্তে ভুল নাম লিপিবদ্ধ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নে রেজাউর রহমান। এখানে আগে ছিল আমাম হোসেন।

আর খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে প্রতাপ কুমার রায়। যেখানে আগে ছিল এ বি এম শফিকুল ইসলাম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন