ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারন মানুষের দোরগোড়ায় কোম্পানির পরিষেবা পৌঁছে দিতে এছাড়াও ব্যবসায়িক প্রবৃদ্ধি, নতুন পণ্য ও পরিষেবা বৃদ্ধিকরণের লক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় গ্রুপ অফ কোম্পানি একেএস খান হোল্ডিংস এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় পরামর্শদাতা কোম্পানি ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড এক চুক্তি সম্পাদন করে।
আজ ঢাকাতে এই চুক্তি সম্পাদন করা হয়।

কোম্পানির দৃঢ় অর্থনৈতিক কাঠামো গঠনের মাধ্যমে একেএস খান হোল্ডিংস এর ব্যবসায়িক সফলতার পরামর্শক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড এর কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন একেএস খান হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান, নির্বাহী পরিচালক এ কে এম শাহাদাৎ হোসেন, কর্পোরেট সচিব ও মহাব্যবস্থাপক এম এ সালাম, এফসিএমএ এবং ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নোমানুর রশীদ, প্রধান পরিচালন কর্মকর্তা মহিবুল কবির তমাল, প্রধান গবেষণা এবং উন্নয়ন কর্মকর্তা সাদিয়া পারভিন, সহকারী ব্যবস্থাপক আসিফ জামান। এ ছাড়াও দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
