করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। ডেমোক্রেটপ্রার্থী জো বাইডেন নির্বাচিত হলে ভাইরাসটির দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে বিজ্ঞানীরা চাইলে সারা যুক্তরাষ্ট্রে লকডাউন দিবেন বলে জানান। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর সিএনএনের।
বাইডেন বলেন, জীবন বাচাঁতে যে কোন পদক্ষেপ নিতে প্রস্তুত তিনি। করোনা নিয়ন্ত্রণ না করে দেশ সচল না করার কথা বলেন তিনি। করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে ‘মৌলিক ভুল’ বলে আখ্যায়িত করেন তিনি। তাছাড়া মাস্ক বাধ্যতামূলকভাবে পরিধানের নির্দেশনা জারি করতে তিনি গভর্নরদের আহ্বান জানান।

বাইডেন ও তার প্রচারণা ক্যাম্প থেকে প্রতিনিয়ত ট্রাম্পের করোনা মোকাবেলা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষের।