ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

গুগলের বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানজোসের জেলা আদালতে গুগলের বিরুদ্ধে ল ফার্ম বোয়িস স্কিলার ফ্লেক্সনারের দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়, ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সুরক্ষা মোড চালু করলেও গুগল তাদের সার্চ স্টোরি সংগ্রহ করে এবং তথ্য জমা রাখে। বিবিসি

২০১৬ সালের ১ জুন থেকে ইন্টারনেটের প্রাইডেট মুড ব্যবহার করা ব্যবহারকারীদের পক্ষ থেকে দায়ের করা এই মামলায় আরো বলা হয়, ব্যক্তিগত সুরক্ষা মোড জানান দেয়ার পরও ব্যবহারকারীর তথ্য চুরি করে গুগল ক্যালিফোর্নিয়ার আইন লঙ্ঘন করেছে। রাজ্যের ফেডারেল ওয়ারট্যাপ অ্যাক্ট এর আওতায় ব্যবহারকারীরা নিজেদের নিরাপত্তা লঙ্ঘন করার জন্য মামলা করতে পারেন। আউটলুক ইন্ডিয়া

এই মামলায় গুগলের কাছ থেকে ক্ষতিপূরণ দাবী করে বলা হয়, ‘ব্যবহারকারীরা নিজেদের তথ্য গোপন করার জন্য যে ব্যবস্থাই গ্রহণ করুক না কেন গুগল তাদের ব্রাউজিং স্টোরি ও ওয়েবসাইটের অন্যান্য কার্যক্রমের ওপর নজরদারী করে এবং তথ্য সংগ্রহ করে।

গুগলের এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইনকোগনিটো মোডের সাহায্যে গুগল ক্রোম ব্যবহারকারীকে নিজের ব্রাউজার বা ডিভাইসে কোনো তথ্য রাখা ছাড়াই ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়। আমরা স্পষ্টভাবে বলে রেখেছি, আপনি যখন ইনকোগনিটো মোড ব্যবহার করেন, ওয়েসসাইট চাইলে আপনার ব্রাউজিং অ্যাক্টিভিটি সংগ্রহ করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ