ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৪:৩৪ পূর্বাহ্ন

করোনায় কর্মী ছাঁটাই করবে না ‘রানার গ্রুপ’

করোনাভাইরাসের প্রভাবে অনেক নামি-দামি প্রতিষ্ঠানেও চলছে কর্মী ছাঁটাই। ক্রয় বিক্রয় নাই বললেই চলে অনেক প্রতিষ্ঠানে। ভবিষ্যতের ভাবনায় অনেক প্রতিষ্ঠানই বাধ্য হচ্ছে ব্যায় কমাতে। এরইমধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ (আইএলও) আরও কয়েকটি সংস্থা বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষের চাকরি হারিয়ে বেকার হওয়ার কথা জানিয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশেও পড়েছে এর বিরূপ প্রভাব। তবে এমন সংকটময় মুহূর্তে কর্মীদের জন্য
অভিভাবকের ভূমিকায় দাঁড়ালো দেশের অন্যতম বৃহত্তম গ্রুপ অব কোম্পানি এবং বাংলাদেশের সর্বপ্রথম মোটরসাইকেল উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান ‘রানার গ্রুপ’।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাফিজুর রহমান খান ৩০ এপ্রিল এক বার্তায় তার কর্মীদের উদ্দেশে বলেন, ‘সংকটময় এই সময়ে আমার এবং কোম্পানির প্রধান লক্ষ্য হচ্ছে সব কর্মকর্তা ও কর্মচারীদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা। সেই লক্ষে আপনাদের সবার এপ্রিল মাসের পুরো বেতন পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাদের আরও আশ্বস্ত করছি যে এ সময়ে কোনো কর্মকর্তা ও কর্মচারী ছাঁটাইয়ের পরিকল্পনা আমাদের নেই।’

কর্মীদের কোম্পানির চালিকাশক্তি উল্লেখ করে ওই বার্তায় হাফিজুর রহমান আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারাই কোম্পানির চালিকাশক্তি। আজকে আমরা যে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছি, আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তা আমরা কাটিয়ে উঠবো ইনশা আল্লাহ। এই অনিশ্চয়তা কাটিয়ে আমরা শিগগিরই পূর্ণ উদ্যমে ব্যবসা পুনর্গঠনে ঝাঁপিয়ে পড়তে পারবো।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের এ সময় ঘরে থাকুন, সরকারের নির্দেশনাবলী মেনে চলুন, নিজে ভালো থাকুন এবং পরিবারের সবাইকে ভালো রাখুন। রানার আপনার পাশে আছে ও থাকবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ