২০২২ অর্থবছর হোন্ডা মোটরের নিট মুনাফা কমেছে ১.৭%

34

জাপানের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটরের মোট মুনাফা কমেছে। মার্চে শেষ হওয়া ২০২২-২৩ অর্থবছরে তাদের নিট মুনাফা হয়েছে ৬৯ হাজার ৫২৭ কোটি ইয়েন বা ৫২০ কোটি ডলার। গত অর্থবছরের তুলনায় যা কমেছে ১ দশমিক ৭ শতাংশ। খবর কিয়োদো এজেন্সি।

গত অর্থবছরে চীন ও যুক্তরাষ্ট্রের মতো দুই বৃহৎ বাজারে গাড়ি বিক্রি কমেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মোট মুনাফায়।

চলতি অর্থবছর নিয়ে অবশ্য বেশ আশাবাদী জাপানি গাড়ি নির্মাতা কোম্পানিটি। আগামী মার্চে শেষ হওয়া অর্থবছরে নিট মুনাফা ১৫ দশমিক ১ শতাংশ বেড়ে ৮০ হাজার কোটি ইয়েনে দাঁড়াতে পারে।

গাড়ি বিক্রির প্রধান বাজার চীন। দেশটিতে কর সংকোচন নীতির মেয়াদ শেষ হওয়ার প্রভাব পড়েছে গাড়ি ব্যবসায়। ২০২২-২৩ অর্থবছরে গত অর্থবছরের তুলনায় চীনের বাজারে গাড়ি বিক্রির পরিমাণ প্রায় ২০ শতাংশ কমেছে। আর যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি বিক্রির পরিমাণ কমেছে ২৮ শতাংশ।

করোনা মহামারীর কারণে চীনে দীর্ঘদিন লকডাউন ছিল। পাশাপশি সেমিকন্ডাক্টর সরবরাহে ঘাটতি ছিল। এ দুটি কারণেও ২০২২-২৩ অর্থবছরে হোন্ডার মোট মুনাফা কমেছে। তাছাড়া গাড়ি তৈরির উপকরণের উচ্চমূল্য ও বৈশ্বিক মূল্যস্ফীতিকেও এক্ষেত্রে দায়ী করেছে হোন্ডা মোটর।