ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন

প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের বিক্রেতা ‘উধাও’

টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। এতে প্রতিদিনই বাড়ছে লেনদেন ও মূল্য সূচক। দফায় দফায় দাম বাড়িয়েও কিছু প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কিনতে পারছেন না বিনিয়োগকারীরা। কিছুদিন ধরেই বাজারে এই চিত্র দেখা যাচ্ছে।

রোববার (১৬ আগস্ট) সেই পালে যেন আরও হাওয়া লেগেছে। অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের বিক্রেতা ‘উধাও’ হয়ে গেছে।

কিছু বিনিয়োগকারী দফায় দফায় দাম বাড়িয়েও এসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে পারছেন না। অথচ এর মধ্যে অন্তত এক ডজন কোম্পানি আছে, যারা বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না।

লভ্যাংশ না দিয়ে পচা বা ‘জেড’ গ্রম্নপের কোম্পানির তালিকায় স্থান করে নেওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার দাম হু হু করে বাড়াকে সন্দেহজনকভাবে দেখছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, দীর্ঘদিন পর বাজারে সুবাতাস বইতে শুরু করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি শ্রেণি পচা কোম্পানি নিয়ে খেলা করছে। তার ফলেই জেড গ্রম্নপের শেয়ার দাম বাড়ছে।

রোববার দাম বাড়ার তালিকায় সবার ওপরে উঠে এসেছে সানলাইফ ইন্সু্যরেন্স। অথচ সকালেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ঘোষণা আসে কোম্পানিটি ২০১৯ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দেবে না। লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর কারণে আজ কোম্পানিটির শেয়ার দামে কোনো সার্কিট ব্রেকার ছিল না। ফলে ১০ শতাংশের সার্কিট ব্রেকার ভেঙে কোম্পানিটির শেয়ার দাম ১৪ শতাংশ বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন