টানা উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্য সূচক এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। সূচকের এমন উলস্নম্ফনে বেড়েছে লেনদেন। এদিন ডিএসইর লেনদেন এক হাজার ১৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। রোববার মূল্য সূচক বাড়ার মাধ্যমে শেষ ১৫ কার্যদিবসের মধ্যে ১৪ কার্যদিবসেই ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। এতেই এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে চলে এসেছে সূচকটি।
সুশাসন প্রতিষ্ঠায় সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কিছু পদক্ষেপ গ্রহণ করায় শেয়ারবাজারে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষক ও বাজার সংশ্লিষ্টরা।

তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় বিএসইসি একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছে। ফলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এরই সুফল দেখা যাচ্ছে বাজারে। বিশেষ কর গত বৃহস্পতিবার ‘জেড’ গ্রম্নপের কোম্পানির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি অনিয়ম করায় বিবিএস ক্যাবলস’র শীর্ষ কর্মকর্তাদের মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থাকে এমন কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি।
জেড গ্রম্নপের কোম্পানিগুলোতে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে গত বৃহস্পতিবার কমিশন সভা করে বিএসইসি বেশকিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে- জেড গ্রম্নপের কোম্পানির উদ্যোক্তা ও বর্তমান পরিচালকদের ধারণ করা শেয়ার বিক্রয়, হস্তান্তর, স্থানান্তর এবং পেস্নজ বন্ধ থাকবে। দুই বছর বা তারও বেশি সময় ধরে জেড গ্রম্নপে থাকা কোম্পানিকে ৪৫ কার্যদিবসের মধ্যে বোর্ড পুনর্গঠন করতে হবে। ব্যর্থ হলে বর্তমান পরিচালক ও স্পন্সররা অন্যকোনো তালিকাভুক্ত কোম্পানি ও পুঁজিবাজার মধ্যস্থতাকারী কোনো কোম্পানির পরিচালক হিসেবে থাকতে পারবেন না এবং কমিশন এ ক্ষেত্রে বিশেষ নিরীক্ষক ও পর্যবেক্ষক নিয়োগ করে বোর্ড পুনর্গঠন করবে। এছাড়া পরপর দুই বছরের মধ্যে নগদ লভ্যাংশ দিতে ব্যর্থ হলে কোম্পানি ‘জেড’ গ্রম্নপে চলে যাবে।
রোববার লেনদেনের শুরুতেই মূল্য সূচক বড় উত্থানের আভাস দেয়। দিনের শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫৯ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে ২০১৯ সালের ৯ আগস্টের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসল। পাশাপাশি শেষ ১৫ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচকটি বাড়ল ৭৮৮ পয়েন্ট।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে অপর দুই সূচকের। এর মধ্যে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।