সংযুক্ত আরব আমিরাতের পথ ধরে ইসরায়েলের সঙ্গে ‘সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে’ বাহরাইনও। ইসরায়েলের একজন কর্মকর্তা শুক্রবার এই খবর দেন।
দ্য হারবে খান চ্যানেলকে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ঠিক কবে দুই দেশ চুক্তিতে আসবে তা এখনো চূড়ান্ত হয়নি।

আবার কয়েকটি মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, ওমানও একই পথে হাঁটতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত।
অবাক করা এই ঘটনার পর উপসাগরীয় রাষ্ট্রের মধ্যে বাহরাইন প্রথম ইতিবাচক প্রতিক্রিয়া জানায়।

তখন ট্রাম্পের জামাই জারেদ কুশনার ইঙ্গিত দেন, কয়েক দিনের ভেতর আরেকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে পারে।
১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর এই নিয়ে মাত্র তিনবার ইসরায়েল-আরব শান্তিচুক্তি করতে দেখা গেল। আগের দুটির একটি ১৯৭৯ সালে, মিশর চুক্তি; অন্যটি ১৯৯৪ নালে জর্ডান চুক্তি।
বিবিসি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল এবং আমিরাতের নেতারা দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং নিরাপত্তার বিষয়ে চুক্তি করতে সাক্ষাৎ করবেন।
দেশ দুটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কৌশলগত আলোচ্যসূচি নির্ধারণের কার্যক্রমেও অংশ নেবে।