পূর্ব ইউরোপের দেশ কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
হোটি জানান, তিনি ১৪ দিনের সেলফ আইসোলেশন শুরু করেছেন। এ সময় বাসা থেকে দায়িত্ব পালন করবেন। সামান্য কাশি ছাড়া আর তেমন কোনো উপসর্গ নেই তার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, সোমবার পর্যন্ত কসোভোয় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জন। মৃত্যু হয়েছে ২৫৬ জনের।