ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

এবার রদবদল করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তাকে

প্রাণঘাতী অজানা ভাইরাস করোনার মধ্যে নানা বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ জন কর্মকর্তাকে এবার রদবদল করা হয়েছে। খবর বিবিসির।

বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরে এক সপ্তাহ ধরেই চলছে নানা পট পরিবর্তন।

এর মধ্যে আছে মহাপরিচালকের (জিডি) পদত্যাগ ও নতুন মহাপরিচালক নিয়োগ।

প্রসঙ্গত, জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালের ভুয়া করোনা সনদ নিয়ে নানা অভিযোগ ওঠার পরেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিতর্ক শুরু হয়। পরে নানা সমালোচনার মুখে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর ২৩ জুলাই নতুন ডিজি হিসেবে নিয়োগ পান আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক আমিনুল হাসানকে ওএসডি করে তার জায়গায় ডা. ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন