ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:৫৩ পূর্বাহ্ন

করোনা ভাইরাসকে ‘ট্রাম্প ভাইরাস’ নামে আখ্যা দিয়েছেন পেলোসি

করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের হাউজ অভ রেপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি।

বিবিসি জানায়, করোনাভাইরাসকে ‘ট্রাম্প ভাইরাস’ নামে আখ্যা দেন শীর্ষ ডেমোক্রেট নেত্রী পেলোসি।

মহামারী পরিস্থিতি ভাল হওয়ার আগে আরও খারাপের দিকে যেতে পারে, ট্রাম্পের এমন বক্তব্যের পর পেলোসি এই প্রতিক্রিয়া জানান।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মার্কিনিদের ট্রাম্প মাস্ক পরতে আহ্বান জানিয়েছিলেন। যদিও শুরু থেকে তিনি মাস্ক পরাকে গুরুত্ব দিতে চাননি।

মাস্ক পরা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন নীতির কঠোর সমালোচনা করেন হাউজ স্পিকার পেলোসি।

তিনি বলেন, মাস্ক পরার আহ্বানের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট এতদিন যে ভুলগুলো করেছেন সেগুলোর স্বীকৃতি দিলেন। তিনি নিজেই এখন মাস্ক পরছেন। এর ফলে স্বীকৃতি পেল যে মাস্ক পরাতে কোনো ভাওতাবাজি নেই।

পেলোসি আরও বলেন, মহামারি পরিস্থিতি ভালো হওয়ার থেকে বরং আরও খারাপ হয়ে গেছে কারণ তার (ট্রাম্প) নিষ্ক্রিয়তা। এটি স্পষ্ট ট্রাম্প ভাইরাস।

এর আগে চীনের সমালোচনা করে করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ নামে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। তার অভিযোগ, উহান থেকে ছড়ানো এই ভাইরাস সম্পর্কিত তথ্য লুকিয়েছিল চীন।

এদিকে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। শুরু থেকে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে দেশটি।

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেই একমাত্র লক্ষাধিক মানুষ করোনায় মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত দেড় কোটির কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৪০ লাখের অধিক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন