ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৬:২৭ অপরাহ্ন

বিকাশের মাধ্যমে মোবাইলেই ব্যাংকঋণ দিচ্ছে সিটি ব্যাংক

প্রথমবারের মতো দেশে চালু হচ্ছে মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিক ঋণ পাওয়ার সুযোগ। জরুরি প্রয়োজনে বিকাশ গ্রাহকদের জামানতবিহীন এই ঋণ দেবে সিটি ব্যাংক। যেকোনো সময় যেকোনো স্থান থেকে মোবাইল ওয়ালেটের মাধ্যমে সঙ্গেই সঙ্গেই এ ঋণ পাওয়া যাবে।

সিটি ব্যাংক ও বিকাশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্পের আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ থাকবে। সফলভাবে প্রকল্প শেষে বাড়বে ঋণের পরিমাণ ও আওতা। তবে প্রথম পর্যায়ে নির্বাচিত সীমিত সংখ্যক বিকাশ অ্যাপ গ্রাহক এ সুবিধা পাবেন। প্রকল্প সফলভাবে শেষ হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনক্রমে এই সেবা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবে সিটি ব্যাংক। ঋণ পাওয়ার উপযুক্ত বিকাশ গ্রাহকরা এই সেবা পাবেন।

বিকাশে লেনদেন প্রতিবেদন ও ব্যবহার ধরন দেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঠিক করবে গ্রাহক ঋণ পাওয়ার যোগ্য কি-না। ঋণ পাওয়ার যোগ্য হলে তাৎক্ষণিকভাবে সিটি ব্যাংক ওই গ্রাহককে ঋণ দেবে। এই ঋণ পেতে কোনো নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না। শুধু বিকাশ অ্যাপে ক্লিক করে ঋণ আবেদন করতে হবে। মুহূর্তেই ঋণের টাকা চলে যাবে বিকাশ হিসাবে।

গ্রাহকের অবস্থান কোন জেলায় বা ঋণের বন্ধকী আছে কি-না, এমন কোনো কিছুরই প্রয়োজন এতে পড়বে না। এভাবেই ডিজিটাল ঋণের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। জানা গেছে, ঋণ নেওয়ার পরের তিন মাসে সমপরিমাণ তিন কিস্তিতে নির্ধারিত ঋণের টাকা পরিশোধ করতে হবে। গ্রাহকের বিকাশ হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে ঋণ পরিশোধ হয়ে যাবে। নির্ধারিত পরিশোধ তারিখের আগে গ্রাহককে খুদে বার্তা এবং অ্যাপসের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য পাঠানো হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, অনেকেরই বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের হঠাৎ অর্থ প্রয়োজন হয়। সেটি কীভাবে আরও সহজে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে সেই অর্থ ব্যবহার করতে পারেন, এটি মাথায় রেখেই এই ডিজিটাল ঋণের যাত্রা।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, সব শ্রেণির মানুষের জীবনের মানোন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে আরও জোরালো ভূমিকা রাখতে বিকাশের মতো ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম ও বিশাল গ্রাহক ভিত্তিকে ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংকগুলো সৃজনশীল নতুন নতুন সেবা প্রচলন করতে পারে। সিটি ব্যাংকের এই ঋণ প্রকল্প তারই একটি উদাহরণ।

বিজ্ঞপ্তিতে বলা হয় চীন, ভারত, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে এই ধরনের ঋণ প্রকল্পে এআই প্রযুক্তির মাধ্যমে ঋণ প্রস্তাব পর্যালোচনা সুবিধা দেয় বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের ‘অ্যান্ট ফিন্যান্সিয়াল’। এই প্রকল্পেও গ্রাহকদের ক্রেডিট অ্যাসেসমেন্ট করবে এই ফিনটেক প্রতিষ্ঠানটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন