ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশে প্রথম বেসরকারি খাতের সাধারণ বিমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) ৩৫তম বার্ষিক সাধারণ সভা ১৫ জুলাই ডিজিটাল ভার্চুয়াল পস্নাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রথম বিমা খাতের কোনো প্রতিষ্ঠান পরিপূর্ণভাবে ডিজিটাল ভার্চুয়াল পস্নাটফর্মে শেয়ারহোল্ডারদের সরাসরি যুক্ত করে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। শুরুতেই উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির প্রতিষ্ঠাতা প্রয়াত এমএ সামাদ এবং বিজিআইসি পরিবারের প্রয়াত অন্য সদস্যদের বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ।

অন্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পরিচালক শাকিল রিজভী, পরিচালক সোহাইল হুমায়ুন এবং পিমা ইমাম। সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. সাইফুদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন