চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর ও পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড এর উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম পুলিশ কমিশনারের মাহবুবুর রহমানের হাতে ২৫ সেট অক্সিজেন সিলিন্ডার’সহ আনুসাঙ্গিক সরঞ্জামাদি তুলে দেন সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন, সাইফ পাওয়ারটেক এর সি.ও.ও মেজর (অব.) হুমায়ুন কবির, সিনিয়র ম্যানেজার (প্রশাসন ও মানব সম্পদ) মো. রেজাউল করিম, উপ-ব্যবস্থাপক সাইফুল আলম (বাবু) ।
দেশের এই ক্রান্তিলগ্নে চট্টগ্রামে করোনা রোগীদের সুচিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার দেওয়ায় সাইফ পাওয়ারটেককে ধন্যবাদ জানান কমিশনার।
উল্লেখ, কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রেখে শিল্প বাণিজ্য বাঁচাতে সাইফ পাওয়ারটেক ও এর কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে চট্টগ্রাম বন্দরে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে করোনা সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বন্দরের দুস্থ শ্রমিকদের বিভিন্ন সময়ে খাদ্যদ্রব্য উপহার ও প্রণোদনা দিয়ে আসছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলেও অসহায় দেশবাসীর মধ্যে যথাসাধ্য ত্রাণ, হ্যান্ড গ্লভস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি দিয়ে যাচ্ছে ।
আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাইফ পাওয়ারটেক এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রহুল আমিন। এবং পাশাপাশি সবার দোয়া চেয়েছে তিনি।