ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

কর্মী ছাঁটাই নিয়ে এবি ব্যাংকে অস্থিরতা

করোনার কারণে চলমান সংকটে ব্যাংকটি আর অতিরিক্ত খরচ বহন করতে পারছে না। তাই ভবিষ্যতে ব্যাংকটি টিকিয়ে রাখার জন্য কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রথম বেসরকারি ব্যাংক। এতে কর্মীদের মধ্যে চলছে এক ধরনের অস্থিরতা। ব্যাংকটি তাদের শতাধিক কর্মকর্তাকে ইতোমধ্যেই চাকরিচ্যুত করেছে বলে জানা গেছে। রোববার (১২ জুলাই) এটি কার্যকর করা হবে। সকাল ১১টা থেকে মিটিং শুরু হয়েছে। মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, চাকরিচ্যুত কর্মকর্তাদের তালিকা করে এক অফিস নির্দেশনা জারি করে এবি ব্যাংক কর্তৃপক্ষ। যা আজ থেকে কার্যকর হবে। চাকরিচ্যুত বিষয়ে অফিস নির্দেশনায় বলা হয়েছে, যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সব বকেয়া এবং পাওনা পরিশোধ করা হবে। এবি ব্যাংকের নিয়ম অনুযায়ী, তাদের তিন মাসের মূল বেতন পরিশোধ করা হবে। সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিলে তার জন্য নিজেই দায়ী থাকবেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন