ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা স্থগিত, এপ্রিলে নতুন রুটিন

exam

করোনাভাইরাস পরিস্থিতির কারণে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে সরকার। আগামী এপ্রিলে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২০ করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম দিকে পরবর্তী তারিখ জানানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার দেশের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে সভা করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। ওই সভায় এবারের এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে গতকাল পরীক্ষা পেছানোর আনুষ্ঠানিক ঘোষণা এল।

ঘোষণা অনুসারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীদের বাড়িতে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

২০২০ সালের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ১ এপ্রিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন