ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

আলোচিত হাবিব-নাতালিয়া দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা ঢাকায়

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই ঢাকায় আসছেন নেট দুনিয়ায় আলোচিত হাবিব-নাতালিয়া দম্পতি। হাবিব বাংলাদেশের ছেলে। নাতালিয়া বেলারুশের মেয়ে। তাদের সাংসারিক জীবনের নানা খুঁটিনাটির মজার সব ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।

তারা ভ্রমণ, শপিং, রান্না-বান্না, খেলাধুলার ভিডিও আপলোড করেন ফেসবুক ও ইউটিউবে। নাদিয়া নামে তাদের এক কন্যা সন্তান রয়েছে। এবারই প্রথম নাতালিয়া তার কন্যাকে নিয়ে স্বামীর সঙ্গে বাংলাদেশে আসছেন। এ দম্পতি আগামী ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবেন।

আর চলতি মাসের শেষের দিকে রাজধানীর একটি কনভেনশন হলে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। মূলত এটি হবে একটি গেট-টুগেদার পার্টি।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর ফেসবুকে ভিডিও পোস্ট করে হাবিব ও নাতালিয়া তাদের বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন।

তারা বলেছিলেন, বড়দিনের ছুটিতে তিন সপ্তাহের জন্য বাংলাদেশে আসবেন। এরই মধ্যে টিকিট কেটেছেন তারা। বাংলাদেশ ভ্রমণ নিয়ে সবার কাছে পরামর্শও চান। নতুন বছর বাংলাদেশে উদযাপন করবেন এ দম্পতি।

তখন নাতালিয়া জানান, বাংলাদেশে পরিবারের সঙ্গে তিনি সময় কাটাতে চান। পাশাপাশি বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে চান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ