ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৪৪ অপরাহ্ন

করোনায় মিষ্টির দোকানের কর্মীর মৃত্যু,সারারাত দোকানে পড়ে রইল মরদেহ

কলকাতার উল্টোডাঙার গৌরীবাড়ি এলাকার একটি মিষ্টির দোকানের কর্মীর মত্যু হয়েছে করোনায়। তারপর সেই মৃতদেহ সারা রাত পড়ে থাকে দোকানেই। সংক্রমণ ছড়াতে পারে, এই ভয়ে কেউ এগিয়ে আসেনি দেহ সৎকারে।

জানা যায়, সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন অই ব্যক্তি। গত মঙ্গলবার করোনা পরীক্ষা হয় তাঁর, পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বুধবার বিকেলে দোকানেই মৃত্যু হয় তার। তারপর থেকে দোকানেই পড়ে ছিল দেহ।

এর আগে গত মাসে একইরকম ঘটনা ঘটে হাওড়ায়৷ করোনা আক্রান্তের মায়ের মৃত্যু হলে ৭ ঘণ্টা রাস্তায় পড়ে থাকে দেহ৷ করোনায় মৃত্যু হয়েছে, এই সন্দেহে কেউ কাছে যায়নি। এর ৭ ঘণ্টা পর দেহ উদ্ধার করে পুলিশ৷

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,