ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

মেয়ের জন্য অন্তরঙ্গ দৃশ্যের ছবি করা বাদ দিয়েছেন অভিষেক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে প্রায়ই তার কন্যা আরাধ্যার সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। আরাধ্যার সঙ্গে যে তার রসায়ন বেশ চমৎকার, তা স্পষ্ট।

অভিষেক বচ্চন সম্প্রতি জানিয়েছেন, আরাধ্যার জন্মের পর তিনি চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নেন। আর এ কারণে বেশ কয়েকটি ছবির কাজ হারিয়েছেন।

তিনি এও জানান, তার সিনেমা দেখে সন্তান বিব্রত হোক, এমনটি চান না। এ কারণেই এ ছাড়।

সম্প্রতি একটি সাক্ষাৎকার অভিষেক জানান, আরাধ্যা আছে বলেই আট বছর ধরে তিনি চলচ্চিত্রে ধরন বদলেছেন। বলেন, আমি জানি, একটি জিনিস পাল্টে গেছে। কিছু চলচ্চিত্র ও দৃশ্য রয়েছে, যা আমি আর করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না।

স্পষ্ট করে অভিষেক বলেন, আমি এমন কিছু করতে চাই না, যাতে আমার মেয়ে বিব্রত হয়ে আমাকে প্রশ্ন করে, কী হচ্ছে এসব?

অভিষেক আরো বলেন, আমি এর জন্য আনন্দিত। কেননা, রোমান্টিক দৃশ্য করতে আমি খুব অস্বস্তিতে ভুগছিলাম। সুতরাং আমি কোনো অন্তরঙ্গ দৃশ্য করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না, আর আমি করতেও চাই না।

অভিষেক জানান, তিনি একটি শর্তনামা তৈরি করেছেন। কোনো ছবিতে স্বাক্ষরের আগে তিনি পরিচালককে জানিয়ে দেন, নায়িকার সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার কোনো দৃশ্য সেখানে থাকলে তিনি তাতে অভিনয় করবেন না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন