ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড

দুয়েকটা ‘বিচ্ছিন্ন’ ঘটনা বাদ দিলে সন্ধ্যার ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়াটা যেন রীতিতেই পরিণত হয়েছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে। ম্যাচের শেষদিকে যে মাঠে থাকে শিশিরের উপস্থিতি, তাতে ভিজে যাওয়া বলে সমস্যাতেই পড়তে হয় বোলারদের। সে অঘোষিত ‘রীতির’ ব্যত্যয় ঘটল না প্রথম সেমিফাইনালেও। টস জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

ইংল্যান্ড
জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড

নিউজিল্যান্ড
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন